বাংলা ভাষা ও সাহিত্য - মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)
> বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের রূপকার।
> প্রথম সার্থক নাট্যকার।
> প্রথম প্রহসন রচয়িতা।
> প্রথম পত্রকাব্যকার।
> বাংলা সনেটের প্রবর্ত্নকারী।
• ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাইকেল খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
• মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ‘মেঘনাদ বধ (১৮৬১)’ রচনা করেন। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এ কাব্যে সর্গ সংখ্যা ৯ টি। এটি একটি বীররসের কাব্য।
• মাইকেলের রচিত নাটকগুলো হল-
> শর্মিষ্ঠা (১৮৫৯)- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক,
> পদ্মাবতী- বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি,
> কৃষ্ণকুমারী- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি,
> মায়াকানন।
• মাইকেলের রচিত কাব্যগ্রন্থ হল-
> দি ক্যাপটিভ লেডি (১৮৫৯)- মাইকেলের প্রথম কাব্যগ্রন্থ,
> ভিসন অব দি পাস্ট,
> তিলোত্তমাসম্ভব (১৮৬০)- মাইকেলের প্রথম বাংলা কাব্যগ্রন্থ,
> চতুর্দশপদী কবিতাবলী- বাংলা সাহিত্যের প্রথম সনট সংকলন, এই গ্রন্থে ১০২টি সনেট রয়েছে,
> বীরাঙ্গনা কাব্য - বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য, ১১টি পূর্নপত্রে রচিত,
> ব্রজাঙ্গনা কাব্য - বৈষ্ণব পদাবলীর আধুনিক পরিণতি।
• মাইকেলের রচিত প্রহসন হল-
> বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)- এটি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন,
> একেই কি বলে সভ্যতা
0 Comments