বাংলা সাহিত্য - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১. জন্ম – ২৬ জুন ১৮৩৮

বাংলা ১৩ আষাঢ় ১২৪৫
২. স্থান – কাঁঠালপাড়া, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ
৩. শিক্ষা – কলকাতা বিশ্ববিদ্যালয়য়ের ১ম গ্রাজুয়েট
৪. পেশা – ম্যাজিস্টেট
৫. পরিচিতি – ঔপন্যাসিক, বাঙ্গালি নবজাগরণের অগ্রদূত
৬. উপাধি – সাহিত্য সম্রাট
বঙ্কিম ও উপন্যাস
---------------------------------
১. মোট উপন্যাস – ১৪ টি
২. প্রথম উপন্যাস- Rajmohon’s Wife. (Eng)
৩. প্রথম বাংলা উপন্যাস – দুর্গেশনন্দিনী ১৮৬৫ (১ম
সার্থক উপন্যাস)
৪. তার উপন্যাসগুলোর নাম মনে রাখার উপায়
ইতিহাস ও রোমান্সধর্মী উপন্যাস –
------------------------------------------------
চন্দ্রশেখর* এর বোন মৃণালিনী* (H/P) আর যুগলাঙ্গুরীয়* রাজ্যের রাজকুমার রাজসিংহ* (H) সীতারাম* কে প্রেমের আদর্শ মেনে গোপনে অভিসার চালাতে লাগল। কিন্তু দাসী কপালকুন্ডলা** (1st R) সে খবর রানী দুর্গেশনন্দিনী* র কাছে পৌছে দিল।
তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস –
------------------------------------
দেবী চৌধুরানী* আনন্দমঠ* (H) এ বাড়ি বানানোর বায়না ধরলেন।
সমাজ ও গার্হস্থধর্মী উপন্যাস –
--------------------------------------
এক রজনী* (সাইকো) তে ইন্দিরা* আর রাধারানী* মিলে গোপনে 'কৃষ্ণকান্তের উইল* দেখে নিজেদের নামে কিছু না পেয়ে তার জন্য অন্তরে বিষবৃক্ষ* এর বীজ বপন করল।
৫. বঙ্কিমের ত্রয়ী উপন্যাস – সীতারাম* কে নিয়ে দেবী
চৌধুরানী* আনন্দমঠ*- এ গেলেন
৬. বাংলার ১ম রোমান্টিক উপন্যাস – বঙ্কিমের কপাল কুন্ডলা
৭. ১ম রোমান্টিক বাক্য – কপালকুন্ডলার ‘পথিক তুমি
পথ হারাইয়াছ’
৮. নিষ্কাম ধর্মের ব্যখ্যা পাওয়া যায় যে উপন্যাসে –
সীতারাম আর দেবী চৌধুরানীতে
৯. রজনী উপন্যাস রচিত- ইংরেজ লেখক Litton রচিত
The Last Day of Pompeii অবলম্বনে
১০. বিখ্যাত সংলাপ – “ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?”
১১. বঙ্কিমের উপন্যাসের বিখ্যাত চরিত্র-
কৃ/উতে রোহিনী, গোবিন্দ লাল, ভ্রমর
বি/বৃ তে - নগেন্দ্র, সূর্্যলমূখী,কুন্দনন্দী
দুর্গে/ ন তে - আয়েশা, তিলত্তোমা
ক/কু - কপালকুন্ডলা, নবকুমার
বঙ্কিম ও প্রবন্ধ
------------------
১. যে বিষয়গুলো নিয়ে প্রবন্ধ রচনা করেছেন- ধর্ম, দর্শন,
সাহিত্য, সমাজ ইত্যাদি।
২. বঙ্কিমের প্রবন্ধগুলো মনে রাখার –
কমলা কান্তের তপ্তর*- (ব্যঙ্গ) এর পিয়ন যখন ধর্মতত্ত্ব* জানার জন্য কৃষ্ণচরিত* পড়ায় ব্যস্ত তখন মুচিরাম তার মুচিরামগুড়ের জীবনচরিত* (ব্যঙ্গ)বইটি নিয়ে এসে তাকে পড়তে বলল! মুচিরাম বলল যে, এই বইয়ে সে লোক রহস্য* (ব্যঙ্গ) আর বিজ্ঞান রহস্য*- এর অনেক বিষয়ই উন্মোচন করেছে। সে আরো বলল যে সে তার 'বিবিধ প্রবন্ধ* এ সাম্য* নিয়ে আলোচনা করবে।
৩. কমলাকান্তের দপ্তর যে লাখার অনুপ্রেরণায় লেখা- ডিকুইনসির Confession of an English Opium Eater.
বঙ্কিম ও কাব্য
----------------------------
১. ললিতা তথা মানস (১৮৫৬ ১ম কাব্য)
বঙ্কিম ও অন্যান্য
--------------------------
১. বঙ্কিমের ছদ্ম নাম – কমলাকান্ত
২. যে গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করেন - সাম্য
৩. যে পত্রিকায় সাহিত্য চর্চা শুরু করেন- সম্বাদ প্রভাকর
৪. যে পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন– বঙ্গদর্শন ১৮৭২
৫. যে ইউরোপীয় দার্শনিক দ্বারা প্রভাবিত ছিলেন- কোঁত, রুশো, বেন্থাম।